কবি মোঃ আঃ কুূদদূস এর কবিতা ” স্বপ্নঘুড়ি “
স্বপ্নঘুড়ি
মোঃ আঃ কুূদদূস
স্বপ্নে আসে স্বপ্নে হারায়
তবু স্বপ্ন অবিকল রয়
স্বপ্নের বুকে স্বপ্ন আঁকি
স্বপ্ন নিয়ে বেঁচে থাকি।
রাতের স্বপ্ন, দিনের স্বপ্ন
স্বপ্নের পাখায় উড়ে চলি
স্বপ্নের ভাষায় চিলের ডানায়
শত স্বপ্নের কথা বলি।
স্বপ্নের জগত বড়ই রঙিন
লাল নীল বর্ণের ছড়াছড়ি
স্বপ্নে চড়ে আকাশ দেখি
স্বপ্নে শূন্যে উড়াই ঘুড়ি।
স্বপ্নের মত কাটাই জীবন
স্বপ্নের সুন্দর পৃথিবীতে
চাঁদের সাথে সজাগ থাকি
স্বপ্ন ভরা আলোর রাতে।
খোয়াবনামার পাতা উল্টাই
স্বপ্ন দেখিবার তাড়নায়
দুঃস্বপ্নের শেষ-সোনালী ভোর
আছে শুধু মোর ভাবনায়।
মানুষ তাহার স্বপ্নের চেয়ে
অনেক বড়, অনেক উঁচু
ভালোবাসা পেলে হয় সে
স্বপ্নের মত রঙিন কিছু।
১৪ নভেম্বর ২০১৮
স্বরবৃত্ত ছন্দ