কবি মোঃ আঃ কুদদূস এর ” পাথর “
পাথর
মোঃ আঃ কুদদূস
দেখতে দেখতে কাটিয়া গেল
কত কাল, কত বেলা
তবুও খুব ভালো লাগে আমার
একদিন হবে কথা মেলা।
হয়তো তুমি আসবে, নয়তো না
তবু তোমায় জড়িয়ে থাকি
কখনো ভাবনায়, কখনো স্বপ্নে
অনন্ত সুখের ছবি আঁকি।
শীতের শেষে আসে গ্রীষ্মের দাহ
তব প্রতিশ্রুতি রয় অবিকল
খুঁজে খুঁজে হয়রান হই, এই আমি
আমার চাওয়া হয় বিফল।
তুমি না আসলেও অজস্র সুখ
বহে আমার এই প্রাণে
তুমি আছ বলে, কেটে যায় সময়
আমার- ভালোবাসার গানে।
তুমি ভালোবাসলে, নিরবে হাসলে
এই হৃদয়ে উঠে তরঙ্গ
বহু কষ্টে বেদনাগুলো লুকাই আমি
নীলাভ হয়ে ওঠে সব অঙ্গ।
প্রেম নয়, ভালোবাসা নয়, শুধুই-
অন্তরের অফুরন্ত চাওয়া
দিনান্তে ভুলে সব, তোমার হাসিমুখ-
সবচেয়ে যে বড় পাওয়া।
ভুলে যাও, দূরে যাও বা হারাও
আছি হেথা নিরব নিথর
সব চলে গেলেও, পাবেই হেথায়
নিস্তব্ধ কবি- একখণ্ড পাথর।
২৩ নভেম্বর ২০১৮
সমিল মুক্তক ছন্দ