কবি মোঃ আঃ কুদদূস এর “ঠিকানা”
ঠিকানা
মোঃ আঃ কুদদূস
এতো যে দেখি তবু দেখার সাধ মিটে না
এতো ভাবি তবু যে ভাবনার শেষ হয় না।
ঐ প্রিয় মুখখানি আমার হৃদয়ের আয়না
এতো কথা বলি তবুও কথা শেষ হয় না।
এই অন্তর জানে যে শুধু তাহার ঠিকানা
এতো ভালোবাসি তবুও যে বাসা হয় না।
শত মুখের ভীড়ে সে যে আমার চিরচেনা
এতো আঁধার তবু যে সে আলোর বন্যা।
এতো কাছে তবু খুঁজিয়া পাওয়া যায় না
এতো ডাকি তবু যে ডাকার শেষ হয় না।
৩ নভেম্বর ২০১৯
ঢাকা।