কবি মোঃ আঃ কুদদূস এর কবিতা ” হৈমন্ত “
হৈমন্ত
মোঃ আঃ কুদদূস
হেমন্তের অনন্ত সকালে,
সোনা ঝরা মিষ্টি রোদে
মিষ্টি হাসির মিষ্টি কথায়
খুঁজি প্রেম আহলাদে।
মৃদু শিশিরের মিষ্টি ছোঁয়া
দূর্বা ঘাসের ডগায়
মুক্তা ঝড়ানো মিষ্টি সকালে
প্রেম পুলক জাগায়।
হেমন্তের এ হিমাদ্রি বনে
এই হিম ওষ্ঠকোণে
হলুদ পাখি হলুদ শাড়ী
হর্ষ উঠে মন-প্রাণে।
শীত-গ্রীষ্মহীন এ হেমন্তে
আমনের মৌ মৌ গন্ধ
কৃষক মজুর আঙিনায়
আনবে হর্ষ আনন্দ।
সিক্ত হেমন্তে কোথায় তুমি
শরৎ হারালো অনন্তে
সোদা মাটির গন্ধ শুঁকিয়া
তোমাকে খুঁজি এ প্রান্তে।
মৌন হৈম ভোরের উষ্ণতা
অধরা র’ল আমার
তুমি আসলে, তুমি খুঁজতে
উষ্ণ মমতা অপার।
হৈমন্তী, নবান্নে নিমন্ত্রণে
এসো লাল রঙ্গনায়
মায়াবী মুখে হাসি হেরিবো
প্রজাপতির ডানায়।
৯ নভেম্বর ২০১৮
লঘু মহাপয়ার ছন্দ।