কবি মোঃ আঃ কুদদূস এর কবিতা “মর্সিয়া”

মর্সিয়া
মোঃ আঃ কুদদূস

গল্পের আসরে, হৃদয়ের বাসরে,
দেখবো তোমার হাসির ঝিলিক,
ঘাস ফড়িংয়ের ডানায় করে এসো
রাতের কুটুম নায়রি শালিক।

আমার আঙিনা, শ্বাশত শ্যামল,
মমতার সতেজ আভায় ভরা
তুমি আসলে, পাখিরা ডাকলে,
স্বর্গীয় সুখ হয়তো দিবে ধরা।

হৃদয়ের মায়া, সুষম সুন্দর ছায়া
অনাবিল সুখের নির্মল ঠিকানা
মেঘের কোলে ভেসে চলা বিজলি
আঁধারে দেখায় কত শত রঙ্গনা।

তুমি আসলে, চুপিচুপি ডাকলে
নরম স্পর্শে ছুঁয়ে দেখব হৃদয়
মনের টানে, মনের নিভৃত কোণে
সাজাবো শত গল্প কবিতায়।

পশ্চাতে ফেলিয়া জঞ্জালের ঝুড়ি
চলে এসো এক নির্জন নিশীথে
আনন্দ-বেদনার শত আখ্যানে
মাতাবো এই জীবন, সংগীতে।

জীবনটীকায়, ঘাসফুলের ঘ্রানে
স্বপ্ল সময়ের অপূর্ব সম্মিলনে
পৃথিবীর সুখে, বেদনার্ত এ বুকে
ভুলিয়া রইবো মর্সিয়া গানে।

১৫ নভেম্বর ২০১৮
সমিল মুক্তক ছন্দ

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

জুন ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।