আ. লীগের দুইপক্ষের সংঘর্ষ, গুলিতে এসএসসি পরীক্ষার্থী নিহত
অনলাইন ডেস্ক,আমাদের ভোলা.কম।
নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল বাঁশগাড়িতে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে
গুলিবিদ্ধ হয়ে আহত হয় আরও ৬ জন। তাদেরকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন উল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
(সূত্র – বাংলাদেশ প্রতিদিন)