আবারো কি দূষিত হবে বুড়িগঙ্গা ???

রিয়াজ মাহমুদ, আমাদের ভোলা.কম।
নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের বড় নদীর মধ্যে উল্লেখিত এক টি নদী বুড়িগঙ্গা নদী এই নদীর পাশ থেকেই শুরু হয়েছে বাংলার শহর ঢাকার আয়তন।এক সময় এই নদীর পানি হয়ে গিয়েছিল বিষাক্ত আর দূষিত তার মূল কারন শহরের বজ্র।হ্যা এটাই সত্য শিল্পকারনার সব ময়লা এসে মিশতো এই নদীর পানিতে যার ফল হিসেবে দেখা খেছে বিষাক্ত পানি।আর পানি বিষাক্ত হয়ে যাওয়ায় এই নদীর পানি জলজ প্রানীদের বসবাস অযোগ্য হয়ে গিয়েছিলো।সমস্ত বিষয় বস্তু বিবেচনায় রেখে “দেশ বাঁচাও -নদী বাঁচাও স্লোগান সামনে রেখে বাংলাদেশ সরকার উদ্যোগ নেয় এই নদী বাঁচাতে। এক সময় অনেক টাই কমে আসে নদীর পানি দূষন গেলো বছরের শুরুতেই দেখা মিলেছিলো সুন্দর সচ্ছ পানির। বেশি দিন টিকে নি এই অবস্থার সময় না গড়াতেই আবারো সাধারন মানুষের গাফিলতিততে আগের মতে হয়ে উঠছে এই নদীর পানির অবস্থা।পরিবেশ বিধ দের মতামত নদীর পানি আবারো আগের মতো হয়ে যাওয়ার জন্য দায়ী সাধারণ মানুষ কেনো না যে যেভাবে পরছে নদীর পানিতেই ময়লা ফেলছে আর দূষিত করছে বুড়িগঙ্গা নদীর পানি। এদিকে কিছু সাধারন মানুষ বলছে যে জন সাধারন যদি কেয়ারফুল না হয় তবে সরকার প্রচেষ্টা করলেও নদীর পানি পরিষ্কার হবে না।সরকারী প্রচেষ্টার সাথে সাধারন মানুষ কেও দৃষ্ট দিতে হবে ব্যাপারে তবেই দেখা মিলবে জন সাধারনের স্বপ্নের বুড়িগঙ্গা নদীর।সরকার এ ব্যাপারে আরো গুরুত্বপূর্ণ উদ্যোগ নিবে সরকার এবং প্রশাসন এমন টাই প্রত্যাশা এখন জন সাধারণের।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

এপ্রিল ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।