ভোলায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক তপু ও ক্যামেরাম্যান অংকুর

ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা।

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন চ্যানেল-২৪ এর ভোলা জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু ও তার ক্যামেরাম্যান অংকুর রায়। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় চরফ্যাসন থেকে সংবাদ সংগ্রহ শেষে ভোলা ফেরার পথে লালমোহন উপজেলার কর্তারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মারাত্মকভাবে আহত হন সাংবাদিক তপু। তার মুখ, পায়ের আঙ্গুল ও ডান হাতে প্রচন্ড জখম হয়। এছাড়াও তার সাথে থাকা চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাম্যান অংকুর রায়ের বাম হাতে জখম হয়। পরে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাংবাদিক আদিল হোসেন তপু ও ক্যামেরাম্যান অংকুর রায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ভোলা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আদিল হোসেন তপু ও অংকুর রায় বর্তমানে বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে তাদের দেখতে হাসপাতালে ছুটে যান ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরটিভি জেলা প্রতিনিধি অমিতাভ রায় অপু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জেলা সাধারণ সম্পাদক এসএ টিভি জেলা প্রতিনিধি এ্যাড. সাহাদাত শাহিন, দৈনিক জনকন্ঠ ও মাছরাঙা টিভি জেলা প্রতিনিধি হামিদুর রহমান হাসিব, জিটিভি জেলা প্রতিনিধি এম হেলাল উদ্দিন, একুশে টিভি জেলা প্রতিনিধি মেসবাহ উদ্দিন শিপু, ৭১ টিভি জেলা প্রতিনিধি কামরুল ইসলাম, মানবজমিনের জেলা প্রতিনিধি এডভোকেট মনিরুল ইসলাম, দৈনিক কালবেলা জেলা প্রতিনিধি প্রভাষক মনিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আহ্বায়ক আনোয়ার পাশা বিপ্লব, ভোলানিউজ২৪ এর নির্বাহী সম্পাদক রাকিব উদ্দিন অমি, দৈনিক আজকের ভোলার সহযোগী সম্পাদক এম শাহরিয়ার জিলন, ঢাকা পোস্ট অনলাইনের জেলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমানসহ অন্যান্য মিডিয়ার সাংবাদিক, ফটোসাংবাদিক, রেড ক্রিসেন্ট যুব ইউনিয়টের সদস্যবৃন্দ, লালমোহন প্রেসক্লাব সম্পাদক সাধারণ মো. জসিম জনি, যুগ্ম সম্পাদক মো. রুহুল আমিন, প্রেসক্লাব সদস্য জাহিদুল ইসলাম দুলাল, সালাম সেন্টু, হাসান পিন্টু, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মো. মনজুর রহমান প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।