ভোলায় টুটুল স্মৃতি ফুটবল লীগ এর উদ্বোধন

স্টাফ রিপোটার, আমাদের ভোলা.কম।
ভোলার কৃতি ফুটবলার মরহুম মোশারেফ হোসেন টুটুল এর স্মরনে আয়োজিত ” টুটুল স্মৃতি ফুটবল লীগ ২০১৯ ” এর উদ্বোধন করা হয়েছে। ৩০ অক্টোবর বুধবার বিকেলে ভোলা গজনবী স্টেডিয়ামে এক মনোরম উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৫ দিন ব্যাপী এ ফুটবল লীগের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মৃধা মো: মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা চেয়্যারমান মো: মোশারেফ হোসেন, জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।
জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন এর স›চালনায় আরো উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি নজরুল ইসলাম গোলদার, ভোলা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়্যারমান মো: ইউনুছ, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি শফিকুল ইসলাম, আব্দুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খাতুন, পৌর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, ১নং ওয়াডের কাউন্সিলর মনজুর আলম, ৩নং ওয়াডের কাউন্সিলর সালাহউদ্দিন লিংকন, ৭ নং ওয়াডের কাউন্সিলর মো: শাহে আলম, ৮ নং ওয়াডের কাউন্সিলর আতিকুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মো: ফয়সাল, সহ সাধারন সম্পাদক মুনতাসির আলম রবিন চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক রাজিব চৌধুরী, ট্রুনামেন্টের আহবায়ক মো: মোস্তফা কামাল ও ট্রুনামেন্টের সদস্য সচিব সাইফুল ইসলাম কাজী বাবু, র্নিবাহী সদস্য সাইদ গোলদার, মনিরুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা কৃতি ফুটবলার মরহুম মোশারেফ হোসেন টুটুল এর কিছু স্মৃতি চারন করেন এবং রুহের মাগফিরাত কামনা করেন পাশাপাশি তরুন প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহবান জানান।
প্রথম দিনের খেলায় শামসুদ্দিন স্মৃতি সংঘ (কালি বারি) বনাম অগ্নীবিনা (কানাইনগর) অংশগ্রহন করে । ম্যাচে কেউ গোল করতে না পারায় ম্যাচটি গোল শূন্য ড্র হয়।
ভোলা জেলা ফুটবল এসোসিয়েশন এর আয়োজনে এবং ভোলা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ট্রুনামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।