ভোলার খালে ভেসে আসলো মাঝি বিহীন মাছ ধরার ট্রলার

ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা।  

ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন এর উত্তর-পশ্চিম চরনোয়াবাদ এলাকার ছোট খালে অজানা স্থান থেকে ভাসতে ভাসতে আসলো মাঝি বিহীন একটি মাছ ধরার ট্রলার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আর এই জনমানবহীন ট্রলার দেখতে ভীর করেছে স্থানীয় উৎসুক জনতা।

সোমবার (৫ অক্টোবর) সকালে স্থানীয় ছোট খালটিতে ইঞ্জিন সচল অবস্থায় ট্রলারটি ভেসে আসতে দেখে এলাকাবাসী।

স্থানীয়রা জানান, সকালে এই মাছ ধরার ট্রলারটিকে ইঞ্জিন চালিত অবস্থায় ভেসে আসতে দেখেন। কিন্তু ট্রলারের ভিতর কোনো মানুষ ছিল না। এমতাবস্থায় তারা বাবুল মোল্লা ব্রীজ সংলগ্ন স্থানে ট্রলারটিকে আটকিয়ে রাখে। এসময় তারা ট্রলারের মধ্যে রান্না করা মাছ সহ কয়েক প্লেট ভাত ভারা অবস্থায় দেখে কিন্তু ট্রলারে কোনো লোক না দেখে পুলিশকে খবর পাঠায়।

এঘটনা সম্পর্কে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, খবর পাওয়ার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে এসেছে। তবে ট্রলারটি কোথা থেকে এসেছে সেটা এখনও জানা যায়নি। ট্রলারটি আমাদের জিম্মায় আছে। যদি কেউ ট্রলারটির মালিকানা দাবি করতে আসে তাহলে আমরা যাচাই-বাছাই করে ফেরত দিবো।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।