ভোলায় বিদ্যুতের ভেলকিবাজি ! ভোগান্তিতে গ্রাহকরা

বিশেষ প্রতিনিধি, আমাদের ভোলা।

ভোলায় বিদ্যুৎ বিভ্রাট চরম আকার ধারণ করেছে। গতকাল রোববার বেলা ৩টা থেকে রাত ১০ টা পর্যন্ত টানা ৭ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ বিদ্যুৎ গ্রাহকরা। এতে তারা ক্ষুব্ধ হন। যদিও বিদ্যুৎ সরবরাহ বিভাগ জানিয়েছে, ভোলার গ্যাসভিত্তিক ৩৪.৫ মেগাওয়াট রেন্টাল পাওয়ার প্লান্টের ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়। তবে, বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ চালু থাকবে। কিন্তু, বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ চালু রাখতে পারেনি বিদ্যুৎ সরবরাহ বিভাগ। রোববার বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ ছিল। রাত ১০ টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। প্রায় ৭ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে বিদ্যুৎ গ্রাহকরা। ফলে বিদ্যুৎ গ্রাহকরা ক্ষুব্ধ হয়েছেন। তাদের অনেকেই আবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন।

বিদ্যুৎ গ্রাহকরা বলেন, ভোলায় বিদ্যুৎ নিয়ে তালবাহানা চলছে। ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থাকলেও বিদ্যুৎ বিভ্রাট মেনে নেওয়ার মতো নয়। তারা আরও বলেন, পুরনো যন্ত্রপাতি দিয়ে সাড়ে ৩৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র চালানোর কারণে কিছু দিন পর-পর বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। সন্ধ্যার পর থেকে অকারণে মাত্রাতিরিক্ত লোডশেডিং মেনে নেয়া যায়না। এদিকে বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ সাধারণ গ্রাহকরা ক্রমেই ক্ষুব্ধ হয়ে ওঠছে।

বিদ্যুৎ সরবরাহ বিভাগ ওজোপাডিকো তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে এক জরুরী নোটিশের মাধ্যমে জানানো হয়, রেন্টাল পাওয়ার প্লান্টে ত্রুটির কারণে রোববার কয়েক ঘন্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। উক্ত সময়ে ভোলা বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকোর আওতাধীন এলাকায় বিকল্প ব্যবস্থা বিদ্যুৎ চালু থাকবে, যার কারণে কিছু কিছু এলাকায় উক্ত সময়ে লোডশেডিং হতে পারে। গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য ওজোপাডিকো, ভোলা আন্তরিকভাবে দু:খপ্রকাশ করছে।

ভোলায় বিদ্যুতের ব্যাপক লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে রোববার ভোলা সদর উপজেলাসহ পুরো জেলা রাতে অন্ধকারে নিমজ্জিত ছিল। রোববার বেলা ৩টা থেকে রাত ১০ টা পর্যন্ত টানা প্রায় ৭ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এতে করে সরকারি ও বেসরকারি অফিস-আদালতে কর্মকর্তা-কর্মচারিদের কাজ করতে সমস্যা হয়েছে।

এ ব্যাপারে বিদ্যুৎ সরবরাহ বিভাগ ওজোপাডিকো ভোলার নির্বাহি প্রকৌশলী মোঃ মামুন রোববার রাতে জানান রেন্টাল পাওয়ার প্লান্টে ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। তবে, বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। কিন্তু বিকেলে আকস্মিক ঝড়ে বিদ্যুতের লাইনে সমস্যার কারণে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।