চরফ্যাশনের ঢাল চরের ভূমিহীনদের পুনঃবাসনের দাবিতে মানববন্ধন, র‌্যালী ও বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন ঢাল চরের নদী ভাঙন কবলিত হাজার হাজার ভূমিহীনদের তাড়ুয়ায় পরিত্যক্ত জমিতে পুন বাসন ও নিরাপদ খাল খনন ও মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন, র‌্যালী ও বিক্ষোভ করা হয়েছে। শনিবার বিকাল ৫ নদী ভাঙন কবলিত জেলার ইলিশের প্রাণ কেন্দ্র নামে খেত ঢাল চর বাজারে এ-ই মানববন্ধন করা হয়। ঢাল চর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদারের সভাপত্বিতে মানববন্ধন ও বিক্ষোভে বক্তারা বলেন, নদী ভাঙনের কারণে জেলার ইলিশের প্রাণ কেন্দ্র নামে খেত ঢাল চর ইউনিয়নটি প্রায় মানচিত্র থেকে বিলিন হয়ে গেছে। এর মধ্যে ৯ টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ড বিলিন হয়ে গেছে। এতে করে এখানকার হাজার হাজার মানুষ আজ ভূমিহীন হয়ে পড়েছে। একদিকে বার বার নদী ভাঙ্গন অন্যদিকে বন বিভাগের দুঃশাসনের ফলে এখানকার মানুষগুলো নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে জীবন যাপন করছেন। তারা আরো বলেন, এই চরের মানুষগুলো ইলিশের উপর নির্ভরশীল। বার বার নদী ভাঙনের ফলে এখানকার মানুষ গুলো আজ সর্বস্বান্ত হয়ে গেছে। তাই এ সকল মানুষগুলোকে তাড়ুয়ায় পরিত্যক্ত প্রায় ২ হাজার একর জমিতে পুনঃবাসনের দাবি করেন। এসময় তারা আরো বলেন, প্রতি বছর এ-ই ঢাল চর থেকে ২ হাজার কোটি টাকার ইলিশ বিক্রি করা হয়। এতে সরকার অনেক অর্থ রাজস্ব আদায় করেন। তাই জেলেদের নৌকা নিরাপদে রাখার জন্য একটি খাল খনন ও একটি মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণের জোর দাবি করেন তারা। এসময় উপস্থিত ছিলে, ইউপি মেম্বার আব্দুস সালাম মুন্সি, মোঃ মোস্তফা মিয়া, হারুন হাওলাদার, আবুল কাশেম, আঃ শহীদ মেম্বার, সফি মেম্বার, ফারুক মাল, আনিছুর রহমান মাস্টার, ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আঃ রহমানসহ আ’লীগের অঙ্গ সংগঠনের নেত্রী বৃন্দসহ ঢাল চরের নদী ভাঙন কবলিত হাজার হাজার ভূমিহীন ও ইলিশ ব্যবয়ায়ীরা উপস্থিতি ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।