শ্রেষ্ঠ “কমিউনিটি পুলিশিং” কর্মকর্তা হলেন পুলিশ পরিদর্শক আরমান হোসেন
ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা।
ভোলায় “কমিউনিটি পুলিশিং” ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো তরান্বিত ও উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে সেরা কমিউনিটি পুলিশিং অফিসার ও সদস্যদের পুরস্কৃত করা হয়। কমিউিনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরুপ আইজিপি ডঃ বেনজীর আহমেদ মহোদয় কর্তৃক প্রেরিত শ্রেষ্ঠ কমিউিনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আরমান হোসেন সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম।
শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ আরমান হোসেন বলেন আইজিপি ড. বেনজীর আহমেদ মহোদয়ের সুদূর প্রসারী চিন্তা-ভাবনার মাধ্যমে কমিউনিটি পুলিশিং এর পরিপূরক কর্মসূচি হিসেবে বিট পুলিশিং কার্যক্রমকে সারাদেশের মতো ভোলায়ও অব্যাহত আছে। ভোলা পুলিশ সুপার সাইফুল ইসলাম (বিপিএম পিপিএম) মহোদয়ের নির্দেশনার ভোলায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম বেশ শক্তিশালী । এ সম্মাননা আমাকে আমার কাজের প্রতি আরও দায়িত্বশীল করে তুলবে ।