ভোলায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
ইয়াছিনুল ইমন , সম্পাদক , আমাদের ভোলা.কম।
“খাদ্য নিরাপত্তা বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার ” এই পতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় তিন দিন ব্যাপী ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮অক্টোবর) জেলা প্রশাসন আয়োজনে সকালে ভোলা সদর উপজেলা পরিষদ হল রুমে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।
এ সময় আলোচনায় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক শংকর কুমার বিশ্¦াসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, জেলা শিক্ষা গবেষনা কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী ।মেলায় ৭ উপজেলা থেকে ১০টি স্টলে শতাধিক ক্ষুদে বিজ্ঞানীরা তাদের সেখানে তাদের নানা উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করছেন। এ ছাড়া কুইজ প্রতিযোগিতায়ও শিক্ষার্থীরা অংশ নেয়।