ভোলায় ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদকঃ আমাদের ভোলা।
ভোলায় ধর্ষণ মামলায় মো: সবুজ নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে আদালত। বুধবার ভোলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক নুুরুল আলম মোহাম্মদ নিপু (জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১) ধারায় এই দণ্ডাদেশ দিয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, চরফ্যাসন উপজেলার নুরাবাদ ৩ নং ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে মো: সবুজ ২০১৩ সালের ১৪ জুলাই তারিখ রাতে প্রতিবেশী ভিকটিমকে ঘরে একা পেয়ে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ করে। বিষয়টি পরে জানাজানি হলে ভিকটিমের বাবা বাদি হয়ে আদালতে মামলা দায়ের করেন। ভিকটিমের বাবার নুরুল ইসলাম অভিযোগ আসামী সবুজ এর আগে ভিকটিমকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল। তাতে রাজি না হওয়ায় প্রায় সময়ই ভিকটিমকে উত্তক্ত করত। ঘটনার দিন কৌশলে ভিকটিমকে ফুসলাইয়া ধর্ষণ করে। দীর্ঘ প্রায় ৮ বছর মামলা চলার পর গতকাল আদালত আসামীর যাবজ্জীবন করাদণ্ডাদেশসহ অর্থদণ্ড প্রদান করেন।