ভোলায় এমপিও ভুক্ত হলো যেসব শিক্ষাপ্রতিষ্ঠান

ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা.কম।

বুধবার গণভবনে নতুন করে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-৮ম) ৪৩৯টি, মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০ম) ৯৯৪টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একাদশ থেকে দ্বাদশ ৬৮টি, কলেজ একাদশ থেকে দ্বাদশ ৯৩টি, ডিগ্রি কলেজ (১৩শ-১৫শ) ৫৬টি, মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান দাখিল ৩৫৭টি, আলিম ১২৮টি, ফাজিল ৪২টি, কামিল ২৯টি। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান কৃষি ৬২, ভোকেশনাল ১৭৫ এবং এইচএসসি (বিএম) ২৮৩টি।

ভোলায় যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে তার তালিকা নিম্নে প্রদান করা হলো।

নিম্ন মাধ্যমিক বিদ্যালয় : ভোলা সদরে খালেদা খানম গার্লস হাই স্কুল, বোরহানউদ্দিনে রানীগঞ্জ আদর্শ জুনিয়র সেকেন্ডারি স্কুল, দৌলতখানে সকিনা আদর্শ একাডেমী, লালমোহন উপজেলায় আব্দুল হান্নান হাওলাদার জুনিয়র স্কুল ও হোসনেআরা বেগম পৌর জুনিয়র হাই স্কুল। চর‌ফ্যােশনে রসুলপুর আদর্শ হাই স্কুল।

মাধ্যমিক বিদ্যালয় : ভোলা সদরে দক্ষিন দিগলদী হাই স্কুল, পূর্ব বাপ্তা আইডিয়াল হাই স্কুল এন্ড কলেজ, দৌলতখানে জয়নাল আবেদীন লেবরেটরী হাই স্কুল, লালমোহনে দ্বীপ শিখা মাধ্যমিক বিদ্যালয়, আশ্রাফ নগর মাধ্যমিক বিদ্যালয়, চরফ্যাশনে ওসমানগঞ্জ আইডিয়াল হাই স্কুল, উত্তর আইচা হাই স্কুল, চরকলমী হাই স্কুল, মনপুরায় গার্লস সেকেন্ডারি স্কুল।

কলেজ : দৌলতখান আলী আশ্রাফ মহাবিদ্যালয়, দৌলতখান মহিলা কলেজ, তজুমদ্দিন শম্ভুপুর শাহে আলম মডেল কলেজ, চরফ্যাশন নীলিমা জ্যাকব মহিলা কলেজ, অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ, বেগম রহিমা ইসলাম মহিলা কলেজ।

দাখিল মাদ্রাসা : ভোলা সদরে পশ্চিম চর সামাইয়া দাখিল মাদ্রাসা, বোরহানউদ্দিনে হালিমা খাতুন মহিলা দাখিল মাদ্রাসা, দৌলতখানে মেদুয়া বাইতুন নূর দাখিল মাদ্রাসা, লালমোহনে আলহাজ্ব আব্দুল মোতালেব মিয়া দাখিল মাদ্রাসা, তজুমদ্দিনে চাঁচড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, চরফ্যাশনে চর শশীভূষণ হোসাইনিয়া দাখিল মাদ্রাসা ও চেয়ারম্যান বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা।

আলিম মাদ্রাসা : দৌলখানের চরপাতা বাইতুল ফালাহ আলিম মাদ্রাসা, চরফ্যাশনের পশ্চিম জিন্নাগড় নুরীয়া আলিম মাদ্রাসা, মনপুরার হাজিরহাট হোসাইনিয়া আলিম মাদ্রাসা।

কামিল : লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা।

ভোকেশনাল : ব্যাংকেরহাট কো অপারেটিভ হাই স্কুল।

এইচএসসি (বিএম) : ভোলা সদরে ইলিশা ইসলামিয়া মডেল কলেজ, বোরহানউদ্দিন মহিলা ডিগ্রী কলেজ, লালমোহনে পশ্চিম চরউমেদ মডেল টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজেমেন্ট কলেজ। চরফ্যাশন ওসমানগঞ্জ ইউনাইটেড কলেজ।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।