ভোলায় ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি সাপোর্ট গ্রুপ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
মোঃ মনজুর রহমান কামরুল, আমাদের ভোলা.কম।
আজ ২১অক্টোবর সকাল ১০টায় উত্তর দিঘলদী ইউনিয়ন পরিষদ হল রুমে কমিউনিটি হেলথ কেয়ার (সি বি এইচ সি) স্বাস্হ্য অধিদপ্তরের আয়োজনে,জাপান ইন্টার ন্যাশনাল কো অপারেশন এজেন্সি (জাইকা)এর সহযোগিতায়,উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স ভোলা সদর এর বাস্তবায়নে প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়।এতে সি এ জি ৩টি কমিটির ৫১জন সদস্যের উপস্হিতিতে কর্মশালার কার্যক্রম শুরু করেন,কর্মশালার সভাপতিত্ব করেন হাফেজ আবুল কালাম আজাদ, প্রশিক্ষন অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ রফিকুল ইসলাম স্বাস্ব্য পরিদর্শক,সহযোগিতায় লাইজু বেগম (সিএইচ সি পি)শাহানাজ বেগম (এফ ডব্লিউ এ)এবং মোঃ মহিউদ্দিন (এইচ,এ)উক্ত প্রশিক্ষনে রাড়ির হাট কমিউনিটি ক্লিনিকে নরমাল ডেলিভারি ও ডায়রিয়া নিউমোনিয়া সহ যে সকল স্বাস্হ্য সেবা পাওয়া যায়,সে সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার অবদান,কমিউনিটি ক্লিনিক বাচায় প্রান। এ শ্লোগান মনে রেখে স্হানীয় কমিউনিটি ক্লিনিক গুলোতে স্বাস্হ্য সেবার মান উন্নয়নে সাপোর্ট গ্রুপ ব্যাপক ভুমিকা রাখবে, এবং বিভিন্ন সহযোগিতা ও ফান্ড তৈরীকরে গরিব রোগীদের সহযোগিতার আশ্বাস দেন কমিউনিটি ক্লিনিকের সদস্যদের পক্ষে অন্যতম সদস্য মোঃ মনজুর রহমান কামরুল।
এ প্রশিক্ষন কমিটির সদস্যদের দ্বায়িত্ব কর্তব্য ও সচেতন করেছে এতে কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির পাশাপাশি সিইজি কমিটির সহযোগিতায় সেবার মান উন্নত হবে।