ভোলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৪ প্লাটুন বিজিবি
নিউজ ডেস্ক , আমাদের ভোলা,কম।
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ফেসবুক পোস্ট ঘিরে মুসল্লি-পুলিশ সংঘর্ষে হতাহতের ঘটনায় অপ্রীতিকর পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে।
রোববারের উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত মোতায়েনের জন্য ইতোমধ্যে হেলিকপ্টারে করে ১ প্লাটুন বিজিবি সেখানে নেয়া হয়েছে।
বাংলাদেশ বর্ডার গার্ড কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেন, হেলিকপ্টারযোগে বিজিবি সদস্যদের সেখানে পাঠানো হয়েছে।
রোববার সকাল পৌনে এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ভোলার বোরহানউদ্দিনে পুলিশের সাথে মুসল্লিদের দফায় দফায় সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনায় কয়েকজন মুসল্লি নিহত এবং বহু পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।
ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চ্যানেল আই অনলাইনকে বলেন: শনিবার থেকে ঘটনার সূত্রপাত। এক সনাতন ধর্মাবলম্বী ছেলের ফেসবুক আইডি হ্যাক করে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর নামে কটূক্তি করে কতিপয় দুষ্কৃতিকারী, এর পরেই এই অবস্থা। এ ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এবং পুরো বিষয়টি বর্তমানে তদন্তনাধীন রয়েছে।