ভোলায় ট্রলার থেকে ৬০ যাত্রী কে উদ্ধার করল কোস্টগার্ড
ইয়াছিনুল ঈমন, সম্পাদক ,আমাদের ভোলা।
ভোলায় ঝড়ো আবহাওয়ায় ট্রলার থেকে ৬০ যাত্রী কে উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে ভোলা জেলার তজুমুদ্দিন থানাধীন তজুমুদ্দিন লঞ্চঘাট থেকে একটি যাত্রীবাহী ট্রলার ৬০ জন যাত্রী নিয়ে কলাতলীর উদ্দেশ্যে গমন করে কিন্তু বৈরী আবহাওয়ার কারনে নদী উত্তাল থাকায় বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এমতাবস্থায় যাত্রীবাহী ট্রলারে অবস্থানরত যাত্রীরা কোস্ট গার্ড রে অবগত করলে অাউটপোস্ট তজুমুদ্দিন ঘটনাস্থলে গিয়ে বোটে অবস্থানরত যাত্রীদের উদ্ধার করে চৌমুহনী লঞ্চঘাটে নিরাপদে নিয়ে আসে এবং যাত্রীদের নিকট অাত্নীয়ের কাছে হস্তান্তর করে।