ভোলায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা।
রবিবার ৮ অক্টোবর ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
মোঃ আরিফুজ্জামান, জেলা প্রশাসক, ভোলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-১ আসনের মাননীয় সংসদ সদস্য তোফায়েল আহমেদ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, ভোলা।
সভায় আসন্ন শারদীয় দূর্গা পূজা, জাতীয় নির্বাচন, মাদক, শহরের ট্রাফিক ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়। সভায় সম্মানিত প্রধান অতিথি মহোদয় জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং জেলা পুলিশের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
এ সময় সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন বিপ্লবঅতিরিক্ত জেলা প্রশাসকগণ, জেলা পুলিশের কর্মকর্তাগণ, সরকারি-বেসরকারী কর্মকর্তাগণ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।