ভোলায় জেন্ডার ন্যায্যতা ও অধিকার বিষয়ক সচেতনতা সংলাপ অনুষ্ঠিত
অয়ন চৌধুরী।
ভোলায় জেন্ডার ন্যায্যতা ও অধিকার বিষয়ক সচেতনতা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর সকাল ১১ টায় ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম মাস্টার। কোস্ট ট্রাস্ট এর জেন্ডার এন্ড কোস্টাল এ্যাকুয়াকালচার এর আয়োজনে ও সুইড বায়ো এর সহযোগিতায় সংলাপের সভাপতিত্ব করেন ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের সচিব নিয়াজ মোর্শেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন কোস্ট ট্রাস্ট এর সহ সমন্বয়কারী সোহেল মাহমুদ , সাংবাদিকগণ অয়ন চৌধুরী সহ মৎস্যজীবী, জেলে পরিবার, শিক্ষক,ছাত্র ,কৃষক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধি গন।
সংলাপে প্রাপ্ত সমস্যা সমূহ নিয়ে আলোচনা করা হয় এবং উত্থাপিত সমস্যার আলোকে প্রস্তাবিত সমাধান উপস্থাপন করা হয়।