ভোলায় চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম হল কালেক্টরের স্কুলের ছাত্রী পৃথি
ইয়াছিনুল ঈমন
(সম্পাদক ও প্রকাশক, আমাদের ভোলা.কম।)
প্রকাশিতঃ 21 October, 2020 at 12:10 PM
263 Views
০
বিশেষ প্রতিনিধি।
বিশ্ব পর্যটন দিবস ২০২০ উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় ভোলা কালেক্টর স্কুল এর শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কালেক্টর স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া রহমান পৃথী। সাদিয়া রহমান পৃথী সার্জেন্ট (অব:) শহিদুর রহমান মনু ও নাজমা পারভিন তালুকদার দম্পতির একমাত্র সন্তান। পৃথি বড় হয়ে একজন সফল চিকিৎসক হতে চান।
প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তদের মাঝে পুরস্কার তুলে দেন ভোলা জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম সিদ্দিক। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ মিয়া , ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন প্রমুখ।