বোরহানউদ্দিনে ট্রাক-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত ১
নীল রতন দে , আমাদের ভোলা।
ভোলার বোরহানউদ্দিনে ভোলা চরফ্যাশন মহা সড়কে ট্রাক মাহেন্দ্র মখোমুখি সংঘর্ষে মোঃ মমিন (২৪) নামের এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছে । মৃত মমিন উপজেলার পক্ষিায়া ইউনিয়নরে ৫ নং ওয়ার্ডের রুহুল আমিনের ছেলে । আজ শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে ওই দৃর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাক ও মাহেন্দ্র আটক করে থানায় নিয়ে যায় । তবে উভয় গাড়ির চালকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেননি । প্রত্যক্ষদর্শী ও পুলিশ সৃত্র জানান, চরফ্যাশন থেকে ভোলাগামী ট্রাক ফরিদ ট্রান্সপোর্ট বোরহানগঞ্জ বাজারের পূর্বপাশে মাহেন্দ্রর সাথে মখোমুখি সংঘর্ষে মাহেন্দ্র ছিটকে রাস্তার পাশে পড়ে যায় । এতে মাহেন্দ্র যাত্রী মেঃ মমিন ঘটনাস্থলেই মারা যায় । ঘটনাস্থল পরিদর্শনকারী এস আই দেলোয়ার হোসেন জানান, লাশ থানায় আনা হয়েছে তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি ।