বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় আলোচনা সভায় শিক্ষকদের কণ্ঠস্বর মূল্যায়নের আহ্বান

ইয়াছিনুল ইমন , আমাদের ভোলা।

শনিবার (৫ অক্টোবর ২০২৪) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ভোলার গ্রামীণ জন উন্নয়ন সংস্থার হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য “শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এর আলোকে অনুষ্ঠিত এই সভায় শিক্ষকদের অধিকার, মর্যাদা ও নেতৃত্বের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা ও গণসাক্ষরতা অভিযানের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক এডভোকেট বিথি ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মোঃ আবু তাহের। সভাটি পরিচালনা করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার উপ পরিচালক গোপাল চন্দ্র শিল।

প্রধান অতিথি মোঃ আবু তাহের বলেন, “শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের মান উন্নয়ন অত্যন্ত জরুরি। শিক্ষকদের আরও সুযোগ ও প্রশিক্ষণ প্রদান করে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা সম্ভব।”

সভায় উপস্থিত শিক্ষকরা তাদের পেশাগত চ্যালেঞ্জ ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। ৬২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠায় সামাজিক আন্দোলনের আহ্বান জানান। অন্যদিকে, সহকারী শিক্ষক মনিরুল ইসলাম বিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

১৯৬৬ সালের ইউনেস্কো ও আইএলও-র সুপারিশ অনুসরণে প্রতিবছর এই দিবস পালিত হয়। বাংলাদেশে ২০০৭ সাল থেকে গণসাক্ষরতা অভিযান নিয়মিতভাবে এই দিবস উদযাপন করে আসছে।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।