ফ্রান্সে বিশ্ব নবী (সা:) কে অবমাননার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ সমাবেশ
কাজী মহিবুল্লাহ আজাদ , আমাদের ভোলা।
ফ্রান্সে কার্টুন চিত্র একে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ফ্রান্সে কার্টুন চিত্র একে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা করার প্রতিবাদে ইসলামী আন্দোলনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ করা হয়।
শহরের হাটখোলা মসজিদের সামনে দলমত নির্বিশেষ সকল শ্রেণীর ধর্মপ্রাণ মুসলমানরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে নতুন বাজার চত্ত্বরে গিয়ে শেষ হয়।
নতুন বাজারে চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,মাওলানা ইয়াছিন নবীপুরী, মাওলানা মিজানুর রহমান,তাজউদ্দীন ফারুকী, মাওলানা তরিকুল ইসলামপ্রমুখ।
বক্তারা বলেন, জীবন দিবো তবুও বিশ্ব নবী হযরত মুহাম্মদ (স) এর অপমান সইবো না,
বক্তারা রাষ্ট্রীয় ভাবে ফ্রান্সের দূতাবাস বন্ধ করা সহ এখন থেকে ফ্রান্সের পন্য বয়কট করার দাবি জানান।এছাড়াও ফ্রান্সের উক্ত ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আলামিন, মাওলানা ইউসুফ আদদানসহ বিভিন্ন ওলামায়ে কেরামগণ।