প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভোলা জেলা যুবদলের নানা কর্মসূচি গ্রহণ
বিশেষ প্রতিনিধি।
জাতীয়তাবাদী যুবদলের 42 তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে ভোলা জেলা যুবদল।আগামী ২৭.১০.২০২০ তারিখ “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল” এর ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ কে কেন্দ্র করে “ভোলা জেলা যুবদল” এর কর্মসূচি-গুলো নিম্মরূপ :-
1. রাত ১২:০১ ঘটিকায় কেক কেটে উৎযাপন.
2. ভোর ৬:০০ ঘটিকায় জেলা যুবদল কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন.
3. সকাল ১০.০০ ঘটিকায় জেলা যুবদল কার্যালয় থেকে যুব-র্যালি.
4. বিকেল ৩:০০ ঘটিকায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি.
(উক্ত সকল প্রকার কর্মসূচি-গুলো ভোলা জেলা যুবদল কার্যালয়ে অনুষ্ঠিত হবে)