তেরো হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দেশের সর্ববৃহৎ ভোলা-বরিশাল সেতু

অনলাইন  ডেস্ক, আমাদের ভোলা.কম।

তেঁতুলিয়া ও কালাবাদোর নদীর ওপর দিয়ে বরিশাল-ভোলা সড়কে দেশের দীর্ঘতম ভোলা সেতু নির্মাণে প্রকল্প গ্রহণে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণ করতে আনুমানিক ১২ হাজার ৯১৬ কোটি টাকা ব্যয় হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদন দেয়া হয়। অর্থমন্ত্রী দেশে না থাকায় কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ্ মোস্তফা কামাল এ তথ্য জানিয়েছেন।

অতিরিক্ত সচিব বলেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিতে তেঁতুলিয়া ও কালাবাদোর নদীর ওপর দিয়ে বরিশাল-ভোলা সড়কে ভোলা সেতু নির্মাণে প্রকল্প গ্রহণের নীতিগত অনুমোদন দেয়া হয়ে।

সূত্র যুগান্তর

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

জুলাই ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।