টুটুল স্মৃতি ফুটবল লীগ এর ২য় দিনের ম্যাচে ১-১ সমতা
স্টাফ রিপোটার, আমাদের ভোলা.কম।
ভোলার কৃতি ফুটবলার মরহুম মোশারেফ হোসেন টুটুল এর স্মরনে আয়োজিত ” টুটুল স্মৃতি ফুটবল লীগ ২০১৯ ”
এর ২য় দিনের ম্যাচে মুখোমুখি হয়েছিলো মর্র্নিং ক্লাব বনাম আইডিয়াল ক্লাব। ম্যাচের প্রথমার্ধ ছিল গোল শূন্য । দ্বিতিয়ার্ধে ৬ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় শরীফের গোলে এগিয়ে যায় আইডিয়াল ক্লাব । এর কিছুপরে ৮ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় নয়নের পেনাল্টি শটে গোল পায় মনিং ক্লাব। শেষ র্পযন্ত ১-১ গোলে শেষ খেলা।
পুরো সময় মাঠে বসে খেলোয়ারদের উৎসাহ দেন জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন।
ভোলার কৃতি ফুটবলার মরহুম মোশারেফ হোসেন টুটুল এর স্মরনে আয়োজিত ” টুটুল স্মৃতি ফুটবল লীগ ২০১৯ ”
এর ২য় দিনের ম্যাচে মুখোমুখি হয়েছিলো মর্র্নিং ক্লাব বনাম আইডিয়াল ক্লাব। ম্যাচের প্রথমার্ধ ছিল গোল শূন্য । দ্বিতিয়ার্ধে ৬ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় শরীফের গোলে এগিয়ে যায় আইডিয়াল ক্লাব । এর কিছুপরে ৮ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় নয়নের পেনাল্টি শটে গোল পায় মনিং ক্লাব। শেষ র্পযন্ত ১-১ গোলে শেষ খেলা।
পুরো সময় মাঠে বসে খেলোয়ারদের উৎসাহ দেন জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন।