চরফ্যাশনে আহত কলেজ ছাত্রের চিকিৎসায় আর্থিক সহায়তা

এম আবু সিদ্দিক, বিশেষ প্রতিনিধি।
জনতাবাজার ডিগ্রী কলেজের ডিগ্রী ১ম বর্ষের মেধাবী ছাত্র মোঃজুয়েল(২২) এর চিকিৎসায় বিত্তবানদের পাশাপাশি এগিয়ে এসেছেন জনতা বাজার ডিগ্রী কলেজের শিক্ষক- কর্মচারিরা।আজ সোমবার সন্ধ্যায় কলেজের অধ্যক্ষ মোঃ ইউনুস শরীফ আহত জুয়েলের বাবার হাতে প্রাথমিকভাবে নগদ ১৫ হাজার টাকা তুলে দেন।
অধ্যক্ষ বলেন,এরপরে তার চিকিৎসায় আরও অর্থের প্রয়োজন হরে সাহায্যের ব্যবস্হা করে দেয়া হবে।সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে হতদরিদ্র জুয়েলের যথাযথ চিকিৎসায় সে স্বাভাবিক জীবন ফিরে না পেলেও হয়তো বেঁচে থাকবে আমাদের মাঝে।বেঁচে থাকার আকুতি তার।
গত ২৯ সেপ্টেন্বর মংগলবার দুপুর ১২টায় বোরাক- লরি মুখোমুখী সংঘর্ষে কাইমুদ্দিন মোড়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা অবস্থায় আছে।
আহত জুয়েলের সুস্থতার জন্য সমাজের মহৎ বিত্তবান ব্যক্তিদের কাছে দোয়া ও আর্থিক সাহায্য চেয়েছেন তার পিতা রুহুল আমিন বিশ্বাস।