খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ভোলায় শ্রমিকদলের দোয়া মোনাজাত

ইয়াছিনুল ঈমন, সম্পাদক, আমাদের ভোলা।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ভোলা জেলা কর্তৃক আয়োজিত বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২১ অক্টোবার) সন্ধ্যার পরে জেলা শ্রমিক দল কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ট্রুম্যান, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, থানা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব হেলাল উদ্দিন, জেলা শ্রমিকদলের সভাপতি শহীদুল আলম মানিক, সাধারণ সম্পাদক (ভার) তানভীর তালুকদার, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক খন্দকার-আল আমিন, থানা শ্রমিক দলের সভাপতি আওলাদ হোসেন বাহার, সাংগঠনিক সম্পাদক মোঃ আলি রতন, পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক, শ্রমিক দল নেতা মোঃ আবদুল্লাহ, থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ হোসেন খন্দকারসহ জেলা, থানা ও পৌর শ্রমিকদলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মহাজনপট্টির বড় জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ নুরে আলম।