করোনা বিষয়ক FGD এর তথ্য যাচাই কর্মশালা অনুষ্ঠিত।
অয়ন চৌধুরী, আমাদের ভোলা।
কোস্ট ট্রাস্ট এর আয়োজনে ও সুইট এর সহযোগিতায় ভোলায় করোনা বিষয়ক আলোচনায় প্রাপ্ত তথ্য বিশ্লেষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর ভোলা সদর উপজেলা সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা দীনেশ চন্দ্র সেন, সহকারি সমন্বয়কারী সোহেল মাহমুদ প্রমুখ।
কর্মশালায় বক্তারা করোনা মোকাবিলায় সচেতনতামূলক নানা বিষয় আলোকপাত করা হয়।