কবি নাসির আহমেদের ভাইয়ের ইন্তেকাল
মোঃ মনছুর আলম : আমাদের ভোলা।
ভোলা সদর উপজেলারআলিনগর গ্রামের মৌলভী আব্দুল গফুর ও উম্মে কুলসুমের পুত্র মোহাম্মদ হারুনুর রশিদ (৬০)গত ৪ অক্টোবর নিজ গ্রামের বাড়িতে দুরারোগ্য রোগে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী,দুই কন্যা এবং চার পুত্র রেখে গেছেন। তার বড় ছেলে হোসেন রুবেল বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কলেজের বাংলা বিভাগের শিক্ষক এবং সাংবাদিক।
বুধবার বাদআসর নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক
কবরস্থানে বাবা-মায়ের পাশে সমাহিত করা হয়। নামাজে জানাযায় দুই ভাই,গ্রামের গণ্যমান্য ব্যক্তিসহ বিপুল সংখ্যক স্বজন-পরিজন অংশগ্রহণ করেন।
ব্যক্তিগত জীবনে মরহুম হারুনুর রশিদ ছিলেন দৈনিক দেশের কন্ঠের উপদেষ্টা সম্পাদক বিশিষ্ট কবি নাসির আহমেদ এবং রাজউক উত্তরা মডেল কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামের সহোদর। আজ শুক্রবার মরহুমের রুহের মাগফেরাত কামনায় তার গ্রামের বাড়িতে দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।