ইসমাইল হোসেন সম্রাটের সহযোগী জাকির ভোলায় আটক

কাজী মহিবুল্লাহ আযাদ , আমাদের ভোলা.কম ।

দেশব্যাপী বহুল আলোচিত ইসমাইল হোসেন সম্রাটের সহযোগী জাকিরকে ভোলা থেকে আটক করেছে ‍র‌্যাব। র‌্যাব-৮ সদস্যরা জাকিরকে আটক করে গতকাল মঙ্গলবার রাতে ভোলা থানায় হস্তান্তর করেছে।

এ সময় জাকিরের কাছ থেকে ১টি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ৪টি বিদেশি মদ এবং ১ হাজার ১৬০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ভোলা থানার ওসি এনায়েত হোসেন।

তিনি আরো জানান, র‌্যাব বাদি হয়ে ভোলা থানায় অস্ত্র ও মাদকের পৃথক দুটি  মামলা দায়ের করেছে। ওই মামলায় জাকিরকে সম্রাটের ব্যবসায়ীক পার্টনার উল্লেখ করা হয়েছে।

ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, জাকির হোসেন, বয়স ৪৫, পিতা- মৃত আব্দুল মান্নান, সাং- শান্তি নগর, ঢাকা, নাম পরিচয়ের এক ব্যক্তিকে ‍র‌্যাব সদস্যরা আটক করে ভোলা থানায় হস্তান্তর করেছে। তবে সে সম্রাটের সহযোগী কি না তা নিশ্চিত করেনি পুলিশ।

সূত্র জানায়, জাকিরকে ভোলা জেলা শহরের চরনেয়াবাদ এলাকায় নতুন পাসপোর্ট অফিস সংলগ্ন তার নানা শ্বশুর বাড়ি থেকে আটক করা হয়।

এদিকে জাকিরকে আটকের বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।