ভোলা সদর মডেল থানার আয়োজনে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত”

ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা ।
ভোলায় ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম, কিশোরগ্যাং সহ নানাবিধ সামাজিক অপরাধ প্রতিরোধে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় ভোলা সদর মডেল থানার আয়োজনে নাজিউর রহমান কলেজে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতে। এই দেশটাকে তোমাদেরই গড়ে তুলতে হবে। আমরা সবাই মিলে একটি সুশৃঙ্খল ও সুশাসন সমৃদ্ধ সুন্দর চমৎকার বাংলাদেশ গড়ে তুলবো।” এছাড়াও পুলিশ সুপার মহোদয় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।
আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ সহ অত্র কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

