ভোলায় স্ত্রীকে ইভটিজিং করার প্রতিবাদ করতেই পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার: আমাদের ভোলা।

ভোলায় পরিবার নিয়ে ঘুরতে বের হয়ে বখাটেদের ইভটিজিংয়ের স্বীকার হয় মোঃ এনামুল ব্যাপারী নামে এক পুলিশ কনস্টেবল স্ত্রী। এ ঘটনার প্রতিবাদ করায় কনস্টেবলকে এনামুলকে কুপিয়ে আহত করেছে বখাটেরা। স্থানীয়রা ছুটে এসে আহত অবস্থায় পুলিশ সদস্যকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়।

ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ফরহাদ সরদার জানান, আহত পুলিশ কনস্টেবলের এনামুলের বাড়ি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায়। পুলিশ লাইনে ডিউটি শেষে শুক্রবার সন্ধ্যার দিকে স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হন। ভোলার শহরের নতুন বাজার এলাকায় আসলে একদল বখাটে যুবকরা তার স্ত্রী উরমী বেগমকে ইভটিজিং করে। এতে পুলিশ কনস্টেবল প্রতিবাদ করলে বখাটেরা ক্ষিপ্ত হয়ে দলবদ্ধ ভাবে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা প্রদান করে তাকে বেডে ভর্তি করে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত এক বখাটেকে আটক করতে সক্ষম হয়েছে। ঘটনার সাথে জরিত বাকীদের আটকেরও চেস্টা চলছে বলেও তিনি জানান।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।