ভোলায় নতুন শিক্ষক-কর্মচারীদের সন্মাননা প্রদান করেছে জমিয়াতুল মোদাররেছীন

ইয়াছিনুল ইমন , আমাদের ভোলা ।

দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের একমাত্র অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন বোরহানউদ্দিন উপজেলার আয়োজনে উপজেলার মাদরাসাসমুহে এনটিআরসিএ কর্তৃক নিয়োগপ্রাপ্ত ১৩২ জন শিক্ষকদের সম্বর্ধণা ও বিগত পাঁচ বছরে অবসরপ্রাপ্ত ৭০ জন শিক্ষক-কর্মচারীদের সন্মাননা প্রদান এবং আলোচনা সভা শনিবার (২৭ সেপ্টেম্বর) বোরহানউদ্দিন মডেল মসজিদ হল রুমে সকাল দশ ঘটিকায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল অঞ্চলের সমন্বয় কমিটির সদস্য সচিব এবং ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ভোলা জেলা সহ সভাপতি ও লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ মোশাররফ হোসাইন ভোলা জেলা সহ সভাপতি ও দিদারুল্লাহ ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুস সামাদ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ভোলা জেলার সভাপতি ও বোরহানউদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এ বি এম আহমদ উল্যাহ আনছারী।

প্রধান অতিথি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম তার বক্তব্যে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের ইতিহাস তুলে ধরেন এবং এ সংগঠনের সফলতা ও অবদান উল্লেখ করেন।

 স্বাগত বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সহ সভাপতি ও অধ্যক্ষ মজমেরহাট ফাজিল মাদরাসা আলহাজ্ব মাওলানা মোঃ ফয়জুল আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ভোলা জেলা সাংগঠনিক সম্পাদক ও রামগঞ্জ তোফায়েলিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ হোসেন। বোরহানউদ্দিন কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ওয়ালিউল্লাহ।মনপুরা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি ও মনপুরা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা অজিউল্লাহ ফরহাদ, ভোলা সদর উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ ও সাধারন সম্পাদক এবং কোড়ালিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ হারুন, লালমোহন উপজেলা জমিয়াতুল মোদারনেছিনের সেক্রেটারি ও সুপার পূর্ব ধলীগোরনগর ইসলামিয়া দাখিল মাদরাসা মাওলানা মোঃ ছাইফুল ইসলাম চরফ্যাশন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ নিজাম উদ্দিন হুমায়ুন সরমান, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ কামরুজ্জামান। বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন বোরহান উদ্দিন উপজেলা সহ সভাপতি ও ছোট মানিকা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ছাইফুল্লাহ।বোরহানউদ্দিন উপজেলা যুগ্ম সম্পাদক ও দেউলা শিপপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ ইদ্রিস, তজুমুদ্দিন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি ও পূর্ব গোলকপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আইয়ুব আলী। সেক্রেটারি মাওলানা মোঃ কামাল উদ্দিন। জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

অবসর প্রাপ্ত শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন হাকিমউদ্দিন ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ মোখলেছুর রহমান। এনটিআরসিএ কর্তৃক নবনিযুক্ত শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পূর্বছোট মানিকা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞান মোঃ আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বোরহানউদ্দিন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের পক্ষ থেকে আবসর প্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সন্মাননা ক্রেষ্ট প্রদান এবং এনটিআরসিএ কর্তৃত নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের ফুল দিয়ে সন্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন বোরহানউদ্দিন উপজেলা যুগ্ম সম্পাদক ও হাজির হাট দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ ইউসুফ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বোরহান উদ্দিন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সাবেক সহ সভাপতি মাওলানা মোঃ ছালেহ উদ্দিন। সভায় জেলা ও সকল উপজেলার নেতৃবৃন্দ ও মাদরাসা প্রধানগন উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

নভেম্বর ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« অক্টোবর    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।