সুস্হ্য ধারার নাটক নির্মান করে প্রশংসায় ভাসছেন প্রযোজক মীর ফখরুদ্দিন ছোটন
বিনোদন ডেস্ক, আমাদের ভোলা।
ইন্ডিয়ান সিরিয়াল থেকে এ দেশের দর্শকদের নিজ দেশের মিডিয়া তথা টিভির সামনে ফিরিয়ে এনেছেন বিশিষ্ট্য নাটক নির্মাতা ও প্রযোজক, ভোলার সন্তান মীর ফখরুদ্দিন ছোটন। তার নির্মিত নাটকগুলো বেশ সুন্দর ও সাবলিল ভাষায় হওয়ায় ভারতিয় চ্যানেলগুলো থেকে দর্শকরা আমাদের দেশের চ্যানেল গুলোতে ফিরতে শুরু করেছে।
বর্তমানে তার প্রযোজনায় সিরিয়াল ধারাবাহিক ” টাকা কোন ব্যাপারই না ” বেশ জনপ্রিয়তা পেয়েছে।
প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮ টায় মাছরাঙা টিভিতে নাটকটি দেখানো হয়…