লালমোহনে বাস চাপায় স্কুল ছাত্র নিহত
কাজী মহিবুল্লাহ আযাদ, আমাদের ভোলা.কম।
ভোলা লালমোহন পৌর শহরের মুসলিম হোটেলের সামনে চরফ্যাসন থেকে ভোলার উদ্দেশ্য যাত্রীবাহী বাসের চাপায় শরীফ (১২) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮ টার দিকে ওই স্কুল ছাত্র বাইসাইকেলে ছালিয়ে স্কুলে যাওয়ার সময় চরফ্যাশন থেকে ভোলাগামী বাসের ঘাতক ড্রাইভার তাকে ধাক্কা দিয়ে পেলে তার মাথায় চাপা দিয়ে গাড়ি চালিয়ে যায়। এসময় ওই ছাত্রের ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয়।
নিহত শরীফ লালমোহন পৌরসভার ৬ নং ওয়ার্ডের আবুল কাসেমের ছেলে।
এব্যাপারে লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ বাইসাইকেল আরোহী নিহত ছাত্রের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে ।