লালমোহনে পুকুরে ভাসছিল দুই বোনের মৃত দেহ

লালমোহন প্রতিনিধি, আমাদের ভোলা।

ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দাবাদ এলাকার মাল বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো ওই বাড়ির মো. রাজ্জাকের ৮ বছরের মেয়ে মোসা. খাদিজা বেগম এবং মো. মাকসুদের ৫ বছরের মেয়ে মোসা. রাবেয়া। তারা সম্পর্কে চাচাতো বোন।

জানা গেছে, সকালে ওই শিশুদের বাড়িতে রেখে তাদের মায়েরা স্থানীয় স্কুলে যান। এ সময় বাড়িতে খেলছিল শিশু খাদিজা ও রাবেয়া। খেলার ছলে তারা বসতবাড়ি সংলগ্ন পুকুরে পড়ে যায়। এর কিছু সময় পর শিশু খাদিজার দাদি তাকে পুকুরের মধ্যে ভাসতে দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে যান। পরে তারা পুকুর থেকে শিশু খাদিজা এবং রাবেয়াকে উদ্ধার করে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক ওই শিশুদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাদের মৃত বলে ঘোষণা করেন।

লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নজির আহমেদ মিয়া বলেন, ওই দুই শিশুর মৃত্যু খবরটি শুনেছি। ঘটনাটি সত্যিই হৃদয়বিদারক। শিশুদের হারিয়ে পরিবারগুলোতে এখন শোকের মাতম চলছে।

লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর সংবাদটি আমরা পেয়েছি। ওই শিশুদের লাশ পারিবারিকভাবে দাফন করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।