লালমোহনে দুইদিন ধরে নিখোঁজ ক্যাবল অপারেটর অফিসের সহকারী জামাল উদ্দিন
ডেস্ক রিপোট, আমাদের ভোলা.কম।
ভোলার লালমোহনে গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮ টা থেকে নিখোঁজ রয়েছেন ক্যাবল অপারেটরের অফিস সহকারী জামাল উদ্দিন।
ঘটনার দিন থেকে ২ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি জামালের। তার ব্যবহারিত মোবাইল ফোনটি বন্ধ পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজির পরেও কোথায় জামালকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে ১৪ সেপ্টেম্বর সকালে লালমোহন থানায় একটি জিডি করা হয়। জিডি নং: ৬১৯।
জামাল উপজেলার কালমা ইউনিয়নের মিয়াজান বেপারী বাড়ির মৃত মো. সুলতান আহমেদের ছেলে। যদি কেউ জামাল উদ্দিনকে কোথায় দেখে থাকেন অথবা তার কোনো খোঁজ পাওয়া গেলে ০১৩০৭১৮৫২১৮ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন নিখোঁজ জামাল উদ্দিনের ছোট ভাই মো. ইলিয়াছ।