মেঘনাপাড়ে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

নীল রতন, আমাদের ভোলা.কম।
ভোলার বোরহানউদ্দিনে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে মির্জাকালু পুলিশ তদন্ত কেন্দ্র। বৃহস্পতিবার বেলা ৪ টার দিকে হাসান নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেঘনা তীরবর্তী সিহান চৌধুরীর আম বাগানের কাছ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
মির্জাকালু পুলিশ তদন্তকেন্দ্রর উপ পুলিশ পরিদর্শক মোঃ জামাল শেখ(বাচ্চু) জানান, হাসান নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মেঘনাতীরবর্তী সিহান চৌধুরীর আম বাগানের কাছে অজ্ঞাত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয় ।পরে তারা লাশ উদ্ধার করে ভোলা ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। তিনি আরো জানান লাশটি সম্ভবত মেঘনায় ভেসে এসে জোয়ারে পাড়ে আটকে গিয়ে পঁচে গলে যাওয়ায় লাশটি পুরুষ না মহিলা নির্ধারন করা যাচ্ছে না । তবে লাশের পড়নে লুঙ্গী পাওয়া যাওয়ায় ধারনা করা হচ্ছে অজ্ঞাত লাশটি পুরুষ হবে। বোরহানউদ্দিন থানার ওসি ম.এনামুল হক জানান,অজ্ঞাত লাশটি ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।