মন্ত্রিত্ব গেলে সাংবাদিকতায় ফিরবো: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক, আমাদের ভোলা.কম।

আশির দশকে রাজনীতির পাশাপাশি দৈনিক বাংলার বাণীতে কাজ করতেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মন্ত্রিত্ব গেলে আমি আবারও সাংবাদিকতায় ফিরে আসব।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শনিবার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রায়ই দেখা যায় অরাজনৈতিক কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখলেও পত্রিকার হেডিং অপ্রাসঙ্গিকভাবে রাজনৈতিককরণ করা হয়, পুরো বিষয়টি ভিন্ন দিকে নিয়ে যাওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, আপনারা সাংবাদিকতা করছেন, আমি আপনাদের অগ্রজ। আমিও সাংবাদিকতায় ছিলাম, মন্ত্রিত্ব গেলে আমি আবার সাংবাদিকতায় আসব।”

প্রসঙ্গত, পঁচাত্তর পরবর্তীতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ’৮০ এর দশকে শেখ ফজলুল হক মনি প্রতিষ্ঠিত দৈনিক বাংলার বাণীতে কাজ করতেন। একইসঙ্গে আওয়ামী লীগেও সক্রিয় থাকেন তিনি। পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ পেরিয়ে এখন দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের।

সূত্র – পূর্ব পশ্চিম বিডি.কম

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।