ভোলায় র্পূব্য শত্রুতার জেরে হত্যা চেস্টার অভিযোগ
স্টাফ রিপোটার।
ভোলায় পূর্ব শত্রুতার জের ধরে নিষিদ্ধ ঘোষিত যানবাহন নসিমন চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। নসিমনের ধাকায় মো: খোকন নামে একজন পথচারী মারাত্মক জখম হয়ে ভোলা সদর হাসপাতালের সার্জারি ওয়াডে চিকিৎসাধীন রয়েছেন।আহত খোকন সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৮নং ওয়াডের চদুরচরগ্রামের বাসিন্দা। গত ১৯ সেপ্টেম্বর বুধবার ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাংগালীয়া স্কুল এন্ড কলেজ সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
আহত খোকন বলেন গত ১৯ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে নয়টার দিকে জাংগালীয় স্কুল এন্ড কলেজ সংলগ্ন রাস্তার পাশে দাড়িয়ে অটোরিক্সার জন্য অপেক্ষা করছিলাম। আমি রাস্তার অনেক কিনারে থাকা সত্বেও নসিমনের ড্রাইভার জসিম নসিমন দিয়ে আমাকে চাপা দেয়ার চেস্টা করে।তখন আমি নসিমনের সাথে ধাক্কা খেয়ে কয়েক হাত দূরে গিয়ে পরি।আমার চিৎকারে পথচারীরা এগিয়ে এসে আমাকে ভোলা সদর হাসপাতালে প্রেরন করে। দূর্ঘটনার ফলে আমার শরীর থেকে অনেক রক্তক্ষরন হয় এবং আমার কোমড়ে অস্ত্রপাচার করা হয়। ড্রাইভার জসিমের সাথে আমার পারিবারিক বিরোধ রয়েছে যার কারনে জসিম আমাকে নসিমন চাপা দিয়ে হত্যা করতে চেয়েছিলো। এ ঘটনার সাথে জসিমের ভাই মোসলেউদ্দিন ও জড়িত থাকতে পারে। আমি সুস্থ হয়ে আইনীসহায়তা গ্রহন করবো। ড্রাইভার জসিম পশ্চিম ইলিশা ইউনিয়নের ৮নং ওয়াডের বাসিন্দা।
এ বিষয়ে জানতে অভিযুক্ত নসিমন ড্রাইভার জসিমের সাথে যোগাযোগের চেস্টা করেও সম্ভব হয়নি।