ভোলায় জেলা সামাজিক-সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত
ইয়াছিনুল ঈমন, সম্পাদক, আমাদের ভোলা ।
রবিবার ১৮ সেপ্টেম্বর ২০২২ খ্রি. ভোলা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনাব মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা প্রশাসক, ভোলা এর সভাপতিত্বে জেলা সামাজিক-সম্প্রীতি কমিটির সভায় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।
সভায় ভার্চুয়ালি সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, মাননীয় সংসদ সদস্য, ভোলা-০১। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী আজম মুকুল, মাননীয় সংসদ সদস্য, ভোলা-০২ ও আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন, মাননীয় সংসদ সদস্য, ভোলা-০৩।
সভায় বক্তারা বলেন দুটি কারণে সামাজিক-সম্প্রীতি বিনষ্ট হতে পারে, একটি উগ্রবাদ অর্থাৎ নিজের মত অন্যের উপর জোরপূর্বক প্রতিষ্ঠা করার অপচেষ্টা এবং অন্যটি গুজব ছড়িয়ে মানুষকে দাঙ্গায় উস্কে দেওয়া। যারা সামাজিক-সম্প্রীতি বিনষ্টে অপপ্রচার চালায় তাদের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।তিনি ভোলা বাসীকে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের ঐতিহ্যকে ধারণ ও লালন করে সামাজিক-সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
এ সময় জনাব আব্দুল মমিন টুলু, জেলা পরিষদ চেয়ারম্যান, ভোলা, বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তাগণ, রাজনীতিবিদ, ব্যবসায়ী, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।