ভোলায় জেলা পর্যায়ে স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতা শুরু
ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা।
শুক্রবার ৩০ সেপ্টেম্বর ভোলা জেলা পুলিশ ও ভোলা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ দাবা ফেডারেশন এর ব্যবস্থাপনায় পুলিশ লাইন্স ড্রিল শেডে ভোলা জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতা- ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পর্যায়ে স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতা- ২০২২ এর শুভ উদ্বোধন করেন এস এম আক্তারুজ্জামান, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশাল মহোদয়।
এ সময় আছাদুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ ফয়সাল আহমেদ, সহ সভাপতি, জেলা ক্রীড়া সংস্থা, ইয়ারুল আলম লিটন, সাধারন সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সদস্য খাদিজা আক্তার স্বপ্না, সাইফুল ইসলাম অমি, প্রশিক্ষক দাবা ফেডারেশন, বিভিন্ন স্কুলের প্রতিযোগী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ সহ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।