ভোলায় অস্ত্রসহ ২ জলদস্যু আটক

ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বঙ্গের চর এলাকা থেকে দুই জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। সোমবার (২ সেপ্টেম্বর) ভোরে তাদেরকে আটক করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার (অপারেশন অফিসার) সালাউদ্দিন রশীদ তানভীর ভোলা দক্ষিণ জোনের বিসিজি বেইসে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃত দুই জলদস্যু হলেন – সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের চর মনিষা গ্রামের আবুল কালামের ছেলে মো. ইকবাল হোসেন (২৬) ও ধনিয়া ইউনিয়নের গোলাম মোস্তফার ছেলে আলী আজগর ওরফে বাহাদুর (৪২)।

সালাউদ্দিন রশীদ তানভীর জানান, আটককৃত দুই জলদস্যু মেঘনা নদীতে বেশ কয়েক বছর ধরে জেলেদেরকে জিম্মি করে ডাকাতি করে আসছে। এরপর গোপন তথ্যের মাধ্যমে কোস্টগার্ড দক্ষিণ জোন অভিযান চালিয়ে তাদেরকে বঙ্গের চর এলাকা থেকে আটক করে। এ সময় তাদের কাছে পাওয়া যায় – তিনটি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড গোলা, নগদ এক লাখ ১৫ হাজার ৭৫ টাকাসহ বেশকিছু ধারালো অস্ত্র।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।