ভোলার প্রথম অথরাইজড ভিভো ব্র্যান্ড শপ উদ্বোধন
মোঃ আরিয়ান আরিফ, আমাদের ভোলা.কম।
ভোলায় ভিভো মোবাইলের নতুন একটি ব্র্যান্ড শপ চালু করা হয়েছে। ব্র্যান্ডশপটি ভোলার বাংলা স্কুল মোড়ের কেপটাউন মার্কেটে। গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় নানা আয়োজনের মধ্যে দিয়ে এই ব্র্যান্ড শপটি উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন, ভিভো মোবাইল কোম্পানির বরিশাল অঞ্চলের ম্যানেজার জ্যাং জান জি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভিভো ভোলা শো-রুমের প্রোপাইটার মোঃ আক্তার হোসেন,ভিভাে মােবাইল কোম্পানির টার্মিনাল ম্যানেজার হ্যান জি গ্যাং , ডিজিএম রুহুল আমিন আহমেদ ,এরিয়া ম্যানেজার শাঈখ হাসান টুটুল প্রমুখ। এসময় অনুষ্ঠানে শুরুতে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে প্রধান অতিথি ফিতা ও কেক কেটে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।পরে উপস্থিত সবার মাঝে কেক ও মিষ্টি বিতরণ করা হয়।