ভোলায় ভোক্তা অধিকারের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা
ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা।
ভোলায় ১৯ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুল হাসান কর্তৃক পরিচালিত অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশ, খাবার ঢাকনা ছাড়া খোলা রাখা, ফ্রিজে রান্না করা খাবার ও কাঁচা খাবার একসাথে রাখা প্রভৃতি অপরাধে মুসলিম মিষ্টান্ন ভাণ্ডার ভান্ডারকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৩ হাজার টাকা, চাঁদতারা হোটেল এন্ড রেস্টুরেন্টকে একই আইনে ৩ হাজার টাকা এবং আদর্শ মিষ্টান্ন ভান্ডারকে ৪ হাজার টাকা করে সর্বমোট দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও সরবরাহ ও মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। হোটেল মালিকগণ নিজেদের ভুল স্বীকার করে এ ধরনের কাজ থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। অভিযানে বাংলাবাজার পুলিশ ফাঁড়ির একটি টিম সাথে ছিলেন।
জনস্বার্থে এ ধরণের অভিযোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা এর সহকারী পরিচালক মাহমুদুল হাসান ।