ভোলায় ছাত্রদলের সাবেক সভাপতির ইন্তেকাল

ইয়াছিনুল ঈমন, সম্পাদক, আমাদের ভোলা।
ভোলা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও ভোলা জেলা তরুন দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল মিয়া (৫৩) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ১৩ সেপ্টেম্বর সকাল ১১ টা ৩০ মিনিটে নিজ বাসভবনে স্ট্রোক করে ইন্তেকাল করেন তিনি । মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ট্রুম্যান, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক ও ভোলা সদর থানা বিএনপি’র আহবায়ক আসিফ আলতাফ, ভোলা জেলা তরুণ দলের সভাপতি রুহুল আমিন মিরন প্রমুখ ।
শোকবার্তায় বিএনপি নেতারা বলেন, মোঃ: আলী দুলাল ছিলেন জাতীয়তাবাদী দলের অনুগত ব্যাক্তি, তিনি সারাজীবন গনতন্ত্র রক্ষার আন্দোলনে শামিল ছিলেন। তার মৃত্যু তার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।