ভোলায় কর্মরত পুলিশ কর্মকর্তার মৃত্যুতে পুলিশ সুপার এর শোক বার্তা
ইয়াছিনুল ঈমন
(সম্পাদক ও প্রকাশক, আমাদের ভোলা.কম।)
প্রকাশিতঃ 7 September, 2020 at 5:51 PM
628 Views
০
ইয়াছিনুল ঈমন।
ভোলায় কর্মরত পুলিশ কর্মকর্তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। ৭ আগস্ট এক বিবৃতিতে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন ভোলা জেলায় কর্মরত এএসআই (নিরস্র) কানাই লাল চক্রবর্তী বিপি (৭০৯১০২৯০১৩) পিতা বিপুল চন্দ্র চক্রবর্তী কাঠপট্টি পোস্ট ঝালকাঠি, থানা ঝালকাঠি, জেলা ঝালকাঠি এর অকাল মৃত্যুতে ভোলা জেলা পুলিশ গভীরভাবে মর্মাহত ও শোকাহত। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি ও শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তার পরিবারকে যেকোনো প্রয়োজনে বিধি মোতাবেক সার্বিক সহযোগিতা প্রদানের জন্য আমরা ভোলা জেলা পুলিশ সদা প্রস্তুত। সৃষ্টিকর্তা তার পরিবারকে এই শোক সামলানোর ক্ষমতা দিন